শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১১

নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি

নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি

নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি হচ্ছে যাচাইকৃত তথ্যসূত্রের ভিত্তিতে, কোনো সাংঘর্ষিক বিষয় নিয়ে, পক্ষপাতদুষ্টতা পরিহার করে লেখা। এর অর্থ, সকল হ্যাঁ-বোধক ও তাৎপর্যপূর্ণ না-বোধক দর্শনগুলো অবশ্যই নিবন্ধে নিরপেক্ষতার সাথে উপস্থাপন করা। যাতে আপনার লেখার কোনো অংশে, কোনো নির্দিষ্ট পক্ষের প্রতি আপনার দুর্বলতা বা পক্ষপাতিত্ত্ব প্রকাশ না পায়।

নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বিষয়ের প্রতি কোনো সহমর্মিতা যেমন দেখায় না, তেমনি কোনো উৎসাহও প্রদর্শন করে না। আবার এটি কোনো দর্শনকে শক্তি যোগায় না বা বিপক্ষেও যায় না। কিন্তু এটি দর্শনের কোনো "ঘাটতি" প্রদর্শন করবে না, বরং এটি হবে একটি সুনির্দিষ্ট, "নিরপেক্ষভাবে সম্পাদিত", ও নির্ভরযোগ্য উৎসভিত্তিক লেখা; কোনো দর্শনকে বর্জন করা এর উদ্দেশ্য নয়। উইকিপিডিয়ায় এমন প্রচুর নিবন্ধ রয়েছে যার নির্ভরযোগ্য উৎস রয়েছে, কিন্তু সেগুলোর বিষয়বস্তুতে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটে নি। তাই কোনো নিবন্ধের কোনো বিষয় বর্জন করা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির নীতি অনুসারে গ্রহণযোগ্য হয় না। নিবন্ধের বিষয়বস্তু অবশ্যই পরিষ্কারভাবে বিবৃত ও উপস্থাপিত হবে। সেই সাথে এটি বিষয়বস্তুর মধ্যে বিতর্কও সৃষ্টি করবে কিন্তু অবদানকারীর লেখা কখনোই কোনো পক্ষকে ইন্ধন যোগাবে না। এছাড়াও নিবন্ধে এই তথ্যগুলো সংযোজিত হতে হবে যে, কে কী বিশ্বাস করে, কেনো করে এবং কাদের বিশ্বাস বেশি জনপ্রিয় বা গ্রহণযোগ্যতা পেয়েছে। আর এ সবই হতে হবে সুনির্দিষ্ট যাচাইকৃত তথ্যসূত্রানুসারে। বিস্তারিত নিবন্ধগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে প্রতিটি দর্শনের মূল্যায়ন থাকা জরুরী, কিন্তু আবারও মনে রাখবেন, সেক্ষেত্রে অবশ্যই কোনো পক্ষকে সমর্থন করা থেকে আপনাকে বিরত থাকতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন