জনপ্রিয় পোস্টসমূহ

রবিবার, ২২ জানুয়ারী, ২০১২

জীবনের লক্ষ্য

আসলে সাধারণভাবে আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া, সিভিল সার্ভিসে যাওয়া, ব্যবসায়ী হওয়া, বিজ্ঞানী হওয়া, অধ্যাপক হওয়া ইত্যাদি। কিন্তু এগুলো হলেই কি মানুষ হওয়া যায়?
যে ডাক্তার আরেকজন মানুষকে অজ্ঞান করে তার অজ্ঞাতসারে কিডনি অপারেশন করে বের করে বিক্রি করে দেয় তাকে কি মানুষ বলা যায়?
যে ইঞ্জিনিয়ার পারসেনটেজের পর পারসেনটেজ নিয়ে এমন স্থাপনা গড়ে যা ধ্বংসের কারণ হয় তাকে কি মানুষ বলা যায়?
যে সচিব নিজের দেশের স্বার্থকে বিক্রি করে দেয় তাকে কি মানুষ বলা যায়?
যে ব্যবসায়ী ড্রাগস, মদ বিক্রি করে, মানুষের জীবন ধ্বংসকারী জিনিস বিক্রি করে তাকে কি মানুষ বলা যায়?





যে অভিনেতা-অভিনেত্রী মানুষের জন্যে ক্ষতিকর বিজ্ঞাপনের মডেল হয় তাকে কি মানুষ বলা যায়?
যে বিজ্ঞানী মানুষ হত্যার জন্যে মরণাস্ত্র তৈরি করে তাকে কি মানুষ বলা যায়?
যে অধ্যাপকের হাতে তার ছাত্রীর সম্ভ্রম অনিশ্চিত থাকে তাকে কি মানুষ বলা যায়?
যদি বিদ্যা দ্বারা আমরা আলোকিত হতাম তাহলে জীবনের লক্ষ্য হওয়া উচিত অনন্য মানুষ হওয়া যে, আমাকে মানুষ হতে হবে।
মানুষ হতে হলে তার লক্ষ্য হবে জৈবিক লালসা চরিতার্থ করা নয়, লক্ষ্য হবে সৃষ্টির সেবা করা। আর সৃষ্টির সেবার জন্যে প্রয়োজন হচ্ছে মেধার বিকাশ করা। আর পেশা হচ্ছে মেধাকে বিকশিত করার মাধ্যম। আমাকে আমার মেধাকে বিকশিত করতে হবে সৃষ্টিকে সর্বোত্তম সেবা করার জন্যে, জীবনের লক্ষ্য এটাই হওয়া উচিৎ। আর অর্থ বিত্ত খ্যাতি সবই আসবে বাই-প্রোডাক্ট হিসেবে। কারণ সেবা প্রদান করলে প্রকৃতির নিয়মেই এগুলো প্রতিদান হিসেবে আসবে। কিন্তু দুর্ভাগ্যবশত এখন উপলক্ষ্যগুলোই আমাদের লক্ষ্য হয়ে গেছে।



(সংগৃহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন