মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১২

সম্পর্কের দুটি দিকঃ প্রেম এবং বন্ধুত্ব

মানুষের জীবনে প্রেম না বন্ধুত্ব, কোনটা বেশি জরুরী? যদি বলি প্রেম, তাহলে বন্ধুত্ব? সেও কি ফেলনা?
কিন্তু বন্ধুত্ব সম্পর্ক থেকে যে প্রেম সম্পর্কের সৃষ্টি, সেও কি সত্যি প্রেমের মতো মধুর? বন্ধুত্বের সম্পর্ক থেকে প্রেমের সম্পর্কে আসা যায়,
কিন্তু প্রেম থেকে বন্ধুত্বে কি সত্যি যাওয়া যায়?
মানুষের সম্পর্ক কি এতোই ঠুনকো যে চাইলেই সাড়ে ৩ ঘন্টার ছবির মতো কাট/cut আর এডিট/edit করা যায়?
বন্ধুত্ব যদি আজীবন লালন করা যায়, তাহলে প্রেম কেন নয়? বিয়ের পর নাকি প্রেম ফিকে হয়ে আসে। কথায় আছে, "বড় প্রেম শুধু কাছেই টানেনা, দূরেও ঠেলে দেয়" ।
আর বন্ধুত্ব? সেও কি আমরা সময়ের প্রয়োজনে বদলে ফেলিনা?
বন্ধুত্ব এর সম্পর্ক কেও এখন কত ভাষায়
সংজ্ঞায়িত করা হয়েছে।
সময়ের প্রয়োজনে আমরা কি বন্ধুত্বের সম্পর্ক কেও হারিয়ে ফেলছিনা? সত্যিই কি আমরা
বন্ধুত্বের জন্য সব ত্যাগ করতে পারি?
আর প্রেম? সেই প্রেম?
যাকে এক জীবনে পাওয়া হোল না বলে এখন আর বৃথা মনে হয় না জীবন টাকে!!!
সময়ের প্রয়োজনে আমরা আবেগ হারাতে বসেছি। সত্যি কি এখন আবেগী হয়ে স্পর্শ করে প্রেম বা
সত্যিকার বন্ধুত্বের সম্পর্ক??



(Collected )

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন