সোমবার, ৩১ অক্টোবর, ২০১১

সবাই যেমন ভাবে


মাঝে মাঝে যখন চুপটি করিয়া একা একা সময় গুলোকে দ্রুত সরিয়া যাইতে বাধ্য করিবার একটা অপচেষ্টা করিয়া থাকি তখন মনে মনে কিছু পরিকল্পনা জাগিয়া ওঠে । তখন ভাবিয়া থাকি জীবনকে সুন্দর করিয়া সাজাইবার জন্য কিছু পূর্ব পরিকল্পনা থাকা প্রয়োজন । যাহা আমাদের সামনের পথ দেখাইয়া দিবে । এ সকল কথা আমরা পাঠ্য পুস্তকের রচনাগুলোতে খুব বেশি করিয়া পড়িয়াছি । কিন্তু কখনও কি আমরা ভাবিয়া দেখিয়াছি যে  জন্ম –ধর্ম –মৃত্যু এই সাধারন নিয়মটির বাহিরে বাকি সমস্ত ঘটনা প্রত্যেকটি মানুষের জীবনে ভিন্ন ভিন্ন । আমরা যদি পূর্বেই জানিতাম দশ বৎসর পর আমাদের বিনাশ ঘটিবে । তাহলে কি আমরা আমাদের নিয়া আজিকে এত ব্যাতিবাস্ত হইয়া পড়িতাম জীবনের সার্বিক কল্যাণের নিমিত্তে তাহাকে একটি পূর্ব পরিকল্পনা মাফিক চালনা করা শ্রেয় তাহা আমি কেন সকলেই একবাক্কে মানিয়া নিবে । কিন্তু পরিকল্পনাও এক ধরনের অন্ধকারে ঢিল ছুড়িয়া মারিবার মত । কেননা আমরা বর্তমানে যে পরিবেশের অনুকুলে আমাদের পরিকল্পনাগুকে সুন্দর ভাবে গড়িয়া তুলিতেছি  আগাম্মিকল্ল যে তাহা বিরুপ পরিবেশে তাহার গাম্ভীর্য হারাইবে না তাহা কেও কি বলিতে পারে ? আজিকের অনুকুল কালকে প্রতিকূল হইতেও পারে । এ বিষয়ে মহান সৃষ্টিকর্তা ছাড়া আর কেহ কি অধিক জানিবেন ? ভবিষ্যতে যাহা ঠিকঠাক ভাবে চালাইবার জন্য এত বিশাল পরিকল্পনা করিলাম এখন কিনা তাহাই আবার অন্য আরেকটি অনিশ্চয়তার উপর নির্ভরশীল । আমি পরিকলনা মাফিক জীবন চালনার বিপক্ষে কথা বলিতেছি না । শুধুমাত্র ইহার প্রকৃত সরূপটি  তুলিয়া ধরিতে চেষ্টা করিলাম ।

1 টি মন্তব্য: